Mowlana Saifuddin Ahia Degree College

Dariapur, Shahzadpur, Sirajgonj

Latest News

President

President's Speech

MD. KAMRUZZAMAN

President

শিক্ষাই একটি জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। সংগত কারণেই একটি সমৃদ্ধ জাতি গঠনে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। তাইতো শিক্ষা অর্জন করা নিঃসন্দেহে একটি মহান ও পবিত্র কাজ। এই মহান ও পবিত্র লক্ষ্যকে সামনে রেখেই ১৯৯৭ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিলো। সেই থেকে নিরবে নিভৃতে শিক্ষা দেবার এই পবিত্র, মহান কাজটি করে চলেছে অত্র অঞ্চলের আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান মওলানা ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ। আমি যতদুর জেনেছি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি ক্রমাগত প্রতিষ্ঠানটি সাফল্যের পরিচয় দিয়ে চলেছে এবং প্রতিষ্ঠানের পরিচালনা ও শিক্ষা পদ্ধতি অন্যদের চেয়ে আলাদা। এদের রয়েছে নিয়মিত সাপ্তাহিক পরীক্ষা, সাপ্তাহিক সাধারণ জ্ঞান জিজ্ঞাসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি শিল্প, সাহিত্য; সংস্কৃতি ও জাতীয় অনুষ্ঠান গুলোতে এদের যথেষ্ঠ সুনাম রয়েছে। নবাগত ভর্তিচ্ছু ও ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের প্রতি আমার শুভ কামনা রইলো । আমি কলেজটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।- সাদিয়া আফরিন, উপজেলা নির্বাহী অফিসার, শাহজাদপুর

Principal

Principal's Speech

MD. ABDUL MATIN

Principal

বিশিষ্ট শিক্ষাবিদ আবুল ফজল বলেছেন, “ শিক্ষা প্রতিষ্ঠান জাতির শিক্ষিত জনশক্তি তৈরীর কারখানা আর রাষ্ট্র ও সমাজ দেহের সব চাহিদার সরবরাহ কেন্দ্র। এখানে ত্রুটি ঘটলে দুর্বল আর পঙ্গু না করে ছাড়বে না।” এই আলোকে মওলানা ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়ে উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সর্বদা কাজ করে যাচ্ছে। সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও দক্ষ শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছর প্রতিষ্ঠানটি উত্তরোত্তর উন্নতি করে চলেছে একই সাথে তথ্য-প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে সময়োপযোগী ভূমিকা পালন করে চলেছে। “দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা আমার প্রথম চাওয়া,” সরকারের এইরূপ শিক্ষামুখী পদক্ষেপের সাথে একাত্নতা ঘোষণা করে এই কলেজ সর্বদা কাজ করে চলেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে জাতি এগিয়ে যাচ্ছে, তা বাস্তবায়নে এই কলেজের ভূমিকা প্রকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে। এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী ডাক্তার, প্রকৌশলী, আইনজীবি, শিক্ষক ও সরকারি উর্ধতন কর্মকর্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং জাতি গঠনে ভূমিকা পালন করে যাচ্ছে। এই করোনাকালীন সময়ে (২০২০ ও ২০২১) সরকারি বিধি অনুযায়ী নিয়মিত অনলাইনে ক্লাস করা হয়েছে। ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২১ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এবছর যারা কৃতিত্বের সাথে এস.এস.সি পাশ করেছে তারা ভাগ্যবান; তাদের জন্য রইল আমার দোয়া। তাদের অভিভাবকদের জন্য রইল আমার প্রাণঢালা শুভেচ্ছা। এই কলেজে ভর্তিচ্ছু ও ভর্তিকৃত সকল শিক্ষার্থীর প্রতি রইল আমার অভিনন্দন । কলেজের সার্বিক উন্নয়নে এলাকাবাসী ও অভিভাবক মন্ডলীর সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাদের সহায় হোন।