Mowlana Saifuddin Ahia Degree College

Dariapur, Shahzadpur, Sirajgonj

Latest News

History

সভ্যতা বিকাশের জন্য প্রয়োজন শিক্ষা। শিক্ষা বিস্তারের সাথে সাথে সভ্যতা বিকাশ লাভ করে। একটি জাতি তখনই সভ্য জাতিতে পরিণত হয় যখন সে জাতি শিক্ষিত হয়। দেশ, জাতি, সভ্যতা ও উন্নয়ন এক সূত্রে গাঁথা। তাই দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণের সময়। এই শিক্ষা গ্রহণেরও রয়েছে নানা মাধ্যম। এর মধ্যে সর্বজন স্বীকৃত মাধ্যম হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। একটি জাতিকে উন্নয়নের দিকে ধাবিত করতে ভবিষ্যৎ প্রজন্মের যে কর্মমূখী আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন তা শুধুমাত্র প্রতিষ্ঠানই দিতে পারে। সেক্ষেত্রে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মওলানা ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ বিশেষ ভূমিকা পালন করে আসছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি উন্নত আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় মনোনিবেশ করেছেন। সেজন্য প্রণীত হয় “রুপকল্প-২০২১” এবং এর অংশ হিসেবে দেশে শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থায় রুপান্তর করতে সরকার এক কর্মযজ্ঞ হাতে নিয়ে বাস্তবায়ন করে চলছে। এজন্য দরকার দক্ষ শিক্ষক উপযুক্ত পরিবেশ যা মওলানা ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজে বিদ্যমান ।

সরকারের স্বদিচ্ছাকে বাস্তবে রুপ দিতে মওলানা ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ গভর্ণিং বডি ও শিক্ষক-কর্মচারী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতি বছরই তৈরী করছে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আধুনিক জনশক্তি যা “ডিজিটাল বাংলাদেশ” তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

Payment By Bikash

Click Here to Bikash Payment

Payment System: Bkash Payment

Ref: কলেজের নামের ১ম অক্ষর m, সেসন 22-23, ক্লাস 11, রোল 120

m22-2311120 একাদশ

m21-2212120 দ্বাদশ

m22-23BA1140  ডিগ্রি ১ম বর্ষ

m21-22BA2140  ডিগ্রি ২য় বর্ষ

m20-21BA3140  ডিগ্রি ৩য় বর্ষ

উচ্চ মাধ্যমিক শ্রেণির পাঠ্যবিষয়ঃ